শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ১১:২৮ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি, ভালুকা,ময়মনসিংহঃ ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশুসহ এক পরিবারের ৮ জন নিহত হয়েছেন।
আত্মীয়র মৃত্যুর খবর শুনে জানাযার উদ্দেশ্যে সপরিবারে একটি মাইক্রোবাসে ময়মনসিংহের ভালুকার বিরুনীয়া ইউনিয়ন থেকে থেকে শেরপুরের নালিতাবাড়ীতে যাচ্ছিলেন শাজাহান।কিন্তু ফুলপুরের বাশাতি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায় মাইক্রোবাসটি।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে মাইক্রোবাসটি উদ্ধার করে।
জানা গেছে, গাড়িটিতে ছিলেন মোট ১৪ জন। এর মধ্যে শাজাহান ছাড়া তার পরিবারের ৮ জন সদস্যই এই দুর্ঘটনায় নিহত হয়েছেন।নিহতরা হলেন, মিলন আক্তার(৫২), বুলবুলি (৮),বেগম(২৬),পারুল আক্তার(৫০), রেজিয়া(৪৫), শামছুল(৫৫), নবী হোসেন(৩০), রীপা(২৫)।
এ ঘটনায় এলাকায় সবার মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
গাড়ির অন্যান্য যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।