শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ১২:১৭ অপরাহ্ন
নয়ন বাবু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহার মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মহরম হোসেন মহামারীর প্রথম থেকে শ্রমিক সহ অসহায় ও দরিদ্রদের জন্য কাজ করে যাচ্ছেন।
মহামারীর প্রথম থেকেই ব্যক্তি উদ্যোগে মাস্ক বিতরন, জীবানু নাশক স্প্রে, খাদ্য সামগ্রী বিতরন, জনগনকে সচেতন সহ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছেন।
মহামারীর মধ্যে আমের বানিজ্যিক রাজধানী সাপাহারে দেশের বিভিন্ন এলাকায় আম পরিবহনকারী যানবাহন জীবাণু মুক্ত করতে এবং যানজোট নিরসনে এবার মৌসুমের শুরু থেকে নানা উদ্যোগ গ্রহন করে সাপাহার লোড পয়েন্ট অফিস। যার মধ্যে ট্রাক, ট্যাংকলড়ি ও কভার্টভ্যান রাখার জন্য দু’টি অস্থায়ী টার্মিনাল স্থাপন করা হয়। যার একটি টার্মিনাল উপজেলা সদর হতে প্রায় দেড় কিলোমিটার দূরে দিবর ব্রীজ মোড়ে অপরটি সদর হতে প্রায় ৫ কিলোমিটার দূরে নিশ্চিন্তপুর মোড়ে স্থাপন করেছে সাপাহার লোড পয়েন্ট অফিস।
এ ব্যপারে সাপাহার লোড পয়েন্ট অফিসের সভাপতি মহরম হোসেন বলেন, যতদিন মহামারী থাকবে ততদিন আমার সেবা মূলক কার্যক্রম অব্যহত থাকবে।