শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ১১:১৩ পূর্বাহ্ন
মো:মাইনুল ইসলাম,ঠাকুরগাও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় আদর্শ কলেজে জমি নিয়ে বিরোধ বেশ কিছু দিন ধরে।কলেজের প্রতি পক্ষ দাবি করেন পূর্বে দখলকৃত জমির কিছু অংশ তাদের। যার ফলে কিছুদিন ধরে কলেজে
জমি নিয়ে অস্থিরতার পরিবেশ বিরাজ করছে। গত কয়েক দিন হলো আবু পক্ষ কলেজ সীমানার মধ্যে ওয়ারিশ সুত্রে দাবী করে দখল করে কিছু জমিতে খুটি গেড়ে দেয়।
এর জের ধরে কয়েক বার আপোষ মীমাংসা জন্য বৈঠক বসে বলে জানা যায়। একপক্ষ হাজির না হলে পরিস্থিতি জটিল হয়।আজ সকালে বিবাদ মীমাংসার উদ্দেশ্যে এক সভার আয়োজন করা হয়।কিন্তু বিষয়টির মীমাংসা না হলে,উভয় পক্ষ উত্তেজিত হয় এবং এক পর্যায়ে বিবাদে লিপ্ত হয়ে। উভয় পক্ষের লোক জন আহত হয়।আবু পক্ষ হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।কলেজ পক্ষের প্রভাষক ও সাবেক ছাত্রনেতা মতিউর রহমান মতি গুরুতর আহত হয়। তিনি বর্তমানে আমগাঁও আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলেজের জমিকে কেন্দ্র করে এই সন্ত্রাসী হামলায় মারাত্মক গুরুতর আহত প্রভাষককে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে, দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন এবং সেখানেও অবস্থা আশংকাজনক হলে রংপুর নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
আদর্শ কলেজটি ১৯৯৮ সালে ২নং আমগাঁও ইউনিয়নে যাদুরাণী বাজারের পূর্বেদিকে প্রতিষ্ঠিত হয়।যেটি ২০০৪ এমপিও ভুক্ত হয়ে সুনামের সহিত পরিচালিত আসছে।