রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ১২:৫৩ অপরাহ্ন
মো: মাইনুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
নোয়াখালী, সিলেট, খাগছড়ি, যশোরসহ সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদ ও স্বরাষ্ট্র মন্ত্রির পদত্যাগের দাবিতে ঢাকা টু নোয়াখালী লং মার্চের আয়োজন করা হয়। লং মার্চটি আজ ফেনীতে সমাবেশ করে নোয়াখালীর উদ্দেশ্য রওনা দিলে পুলিশ, গোয়েন্দাবাহিনীর সহযোগিতায় ছাত্রলীগ, যুবলীগের গুন্ডাবাহীনারা আন্দোলনকারীদের উপর ন্যাক্কারজনকভাবে হামলা চালায় এবং লং মার্চের বাস ভাংচুর করে। এসময় ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এম এইচ রিয়াদসহ প্রত্যেক সংগঠনের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। আহত অবস্থায় জীবনের ঝুঝি নিয়েও লং মার্চটি নোয়াখালীর দিকে রওনা দেয়। লং মার্চে ন্যাক্কারজনক হামলায় চরম ক্ষোভ প্রকাশ করছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। এবিষয়ে রাবি শাখার সভাপতি আশরাফুল আলম সম্রাট ও সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন এক যৌথ বিবৃতিতে বলেন কোন ন্যায্য আন্দোলনে ছাত্রলীগের হামলা করা তাদের চরিত্র হয়ে দাঁড়িয়েছে। আজকের হামলাও তারই একটা চরিত্র। লং মার্চে ছাত্রলীগের হামলাই প্রমান করে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগই হচ্ছে ধর্ষকদের পৃষ্ঠপোষক। ফলে ছাত্রলীগ, আওয়ামিলীগের বিরুদ্ধে এখন যুগপৎ আন্দোলন পরিচালনা করার সময় এসেছে। কারণ এই স্বৈরাচারী সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এদেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে। ফলে এই স্বৈরাচারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।