বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০৫:২৯ পূর্বাহ্ন
এডি পিনবঃ– সম্প্রতি সময়ের অন্যতম ব্যস্ত দেশ বরন্য সঙ্গীঁত পরিচালক এস,রুহুল প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল কাজ উপহার দিয়ে যাচ্ছেন ভক্ত শ্রোতাদের।কম্পোজিশনের পাশা পাশি নিজেও কন্ঠ দিচ্ছেন বেশ কিছু ফোক গানে যা কেড়ে নিয়েছে শ্রোতাদের হৃদয়৷ সম্প্রতি ২৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৪ টায়৷ মুক্তি পেয়েছে এস,রুহুলের কন্ঠে মৌলিক গান তালা যার কথা লিখেছেন প্রসেনজিৎ ওঝা,সঙ্গীত আয়োজনে ছিলেন শোভন রায় এবং গানটির মডেল সহ সুর কন্ঠে ছিলেন শিল্পী নিজেই৷ গানটি প্রোটিউনির ফোক ফিফটির প্রজেক্টের একটি মৌলিক গান৷ গানটি নিয়ে ব্যস্ততার মধ্যেও শিল্পীর সাথে আমাদের নিজেস্ব সাংবাদিকের কথা হলে এস,রুহুল জানান যে আমি সব সময় ভালো কিছুর আশায় থাকি শুধু নিজের গান নয় যারা গান করতে আসে তাঁদেরও আমি অত্যন্ত যত্ন সহকারে গানে সঙ্গীঁত পরিচালনা করে থাকি,তালা শিরোনামের গানটিও তাই গানটি বেশ ভালো লাগে আমারো আমি আমার সর্বচ্ছ দিয়ে চেষ্ঠা করেছি মাত্র৷ সবাই গানটি শোনবেন এবং সামনে আরো কিছু ভালো ফোক গান আমার কন্ঠে তৈরি হচ্ছে যা অতি শীঘ্রই শ্রোতাদের উপহার দিতে চেষ্ঠা করছি৷ পাশাপাশি ব্যস্ত সময় কাটছে বেশ কিছু গানে সঙ্গীতায়োজনে ধন্যবাদ সব ভক্ত শ্রোতাদের৷