বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০৫:২২ পূর্বাহ্ন
গোলাম মোস্তফা, ফুলপুর প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক’ সার্কেলের পরিদর্শক কাজী হাবিবুর রহমান এর নেতৃত্বে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তারাকান্দা উপজেলার রাজদারিকেল (মধ্যপাড়া) গ্রামের মৃত জহুর আলীর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ আঃ হামিদ (৪০) বসতবাড়ি থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপস্থিতি টের পেয়ে আসামি আঃ হামিদ পালিয়ে যায়। এ ব্যাপারে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তের পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে তারাকান্দা থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। তারাকান্দা থানা সুত্রে জানা যায়, পলাতক মাদক ব্যবসায়ী আঃ হামিদের নামে একাধিক মাদক মামলা রয়েছে ।