মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৪:২৭ পূর্বাহ্ন
মো: মাইনুল ইসলাম, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার ইউনিটির সাবেক সভাপতি মর্তুজা নুরের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ প্রত্যাহারের দাবিতে মৌন প্রতিবাদ করেছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। আজ দুপুরে(২রা ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ ভাস্কর্যের পাদদেশে মুখে কাল কাপড় বেধেঁ প্রতিবাদ জানান তারা।এর আগে সংবাদ প্রকাশের জেরে গত শুক্রবার (২৭ নভেম্বর)রাতে বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মর্তুজা নুরের বিরুদ্ধে মতিহার থানায় লিখিত অভিযোগ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের প্রভাষক রুনা লায়লা। তবে ডিজিটাল নিরাপত্তা আইনের ধারার সঙ্গে সঙ্গতিপূর্ণ না হওয়ার পুলিশ অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করে।এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টাস ইউনিটির সভাপতি আরাফাত রহমান বলেন,সাংবাদিক মুর্তজা নুরের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ হয়রানিমূলক। এই অভিযোগ অবিলম্বে প্রত্যাহার না করা হলে বিশ্ববিদ্যালয় সাংবাদিকরা উপাচার্য ভবন ঘেরাও করবে বলে হুশিয়ারি দেন তিনি।এতে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির(রাবিসাস) সাধারণ সম্পাদক শাহিন আলম,রিপোটার্স ইউনিটির সভাপতি আরাফাত রহমান,প্রেসক্লাবের সভাপতি সালমান শাকিলসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।