বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০৪:১৯ পূর্বাহ্ন
এমরান হোসেন, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চর আদ্রা বাজারের পশ্চিম পার্শ্বের সৃষ্ট দও হতে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার( ২ ডিসেম্বর )সকালে ১নং সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা বাজারের পশ্চিম পার্শ্বে বন্যায় সৃষ্টি হওয়া দওয়ের মধ্যে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে সরিষাবাড়ী থানায় খবর দেয় এলাকাবাসী।সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ তৎক্ষনাৎ ঘটনাস্থলে গিয়ে লাশটি পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে লাশটি পানি থেকে উদ্ধার করে সুরুতহাল শনাক্তের মধ্যদিয়ে সরিষাবাড়ী থানায় নিয়ে আসেন। এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)আবু মো: ফজলুল করীম জানান, লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং শনাক্তের চেষ্টা চলছে। ময়না তদন্তের জন্য লাশ জামালপুর মর্গে প্রেরণ করা হবে।