শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ১১:১৭ পূর্বাহ্ন
সাব্বি আমিন,বিএম কলেজ প্রতিনিধি : বরিশাল বিএম কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর ২০২০) মহান বিজয় দিবসের প্রভাতে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্বরণে বরিশাল বিএম কলেজ ছাত্রলীগ এর পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এ সময়ে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রইজ আহমেদ মান্না, বিএম কলেজস্থ ছাত্রছাত্রী কল্যান পরিষদের উপদেষ্টা মোঃ খায়রুল হাসান সৈকত সহ বিএম কলেজ ছাত্রলীগ এর বিভিন্ন স্তরের নেতা কর্মীরা। এছারাও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্থরের জনগন পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান।