বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০৩:৫১ পূর্বাহ্ন
মো: মাইনুল ইসলাম, রাবি প্রতিনিধি: করোনার কারণে চলতি বছরে আটকে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯ সালের স্নাতক চতুর্থবর্ষ (সম্মান) ও স্নাতকোত্তর (মাস্টার্স) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২রা জানুয়ারি ২০২১ তারিখ শনিবার থেকে।
পরীক্ষা চলাকালীন সময়ে ৩রা জানুয়ারি থেকে সকাল নয়টা থেকে বেলা পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকবে। তবে পরীক্ষা চলাকালীন সময়ে বন্ধ থাকবে আবাসিক হলসমূহ।এবং চলতি বছরের শীতকালীন ছুটি বাতিল করা হয়।
আজ সোমবার সকাল ১০টায় শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় শিক্ষা পরিষদের এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এ তথ্য জানান।
করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বল্পতম সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন করা হবে। ফিল্ডওয়ার্ক, ইন্টার্নশিপ, মৌখিক ও ইনকোর্স পরীক্ষা সম্পর্কে সংশ্লিষ্ট বিভাগীয় একাডেমিক কমিটি ও পরীক্ষা কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবেন।