মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৫:১৮ পূর্বাহ্ন
এমরান হোসেন , জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও বিজয়ের মাস উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিং এ সামাজিক কর্মসূচী শুরু হয়েছে।
বৃহস্পতিবার আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গনে ৫ বিএনসিসি ব্যাটালিয়নের সামাজিক কর্মসূচীর অংশ হিসেবে রক্তদান কর্মসূচী,লিফলেট,মাক্স ও স্যানিটাইজার বিতরনকালে বক্তব্য রাখেন জামালপুর সদর-৫ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন সিআইপি , অধ্যক্ষ প্রফেসর ড.মুজাহিদ বিল্লাহ ফারুকী, ৫ বিএনসিসি ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ট মেজর এস এম বদরুল হাসান শামীম,সেকেন্ড লেপ্টেনেন্ট মোঃ আব্দুল হাই আল হাদী সহ আরো অনেকেই।
এ সময় বক্তারা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ক্যাডেটদের সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে দেশের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করে ডেঙ্গুজ্বর ও করোনা মহামারি প্রতিরোধে সকলকে সচেতন করার পাশাপাশি দেশের যেকোন দুর্যোগ সাহসীকতার সাথে মোকাবিলা করার আহ্বান জানান।
পরে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং ডেঙ্গুজ্বর ও করোনা প্রতিরোধে সচেতনতা মূলক র্যালী কলেজ চত্বর থেকে শুরু হয়ে বকুলতলায় গিয়ে শেষ হয়। এই ক্যাম্পিংয়ে বিএনসিসির পিও,টিও এবং সিইউও সহ ১৫০ জন ক্যাডেট অংশ গ্রহন করে।
গত ২০শে ডিসেম্বর থেকে শুরু হওয়া এই সেবাসপ্তাহ চলবে আগামী ২৬শে ডিসেম্বর পর্যন্ত।