বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০৩:৪৬ পূর্বাহ্ন
মাহবুব আলম,সুনামগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। রবিবার বিকেল ৪ ঘটিকায় সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের দলীয় কার্যালয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগ এর সভাপতি মোঃ মাহবুব হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী এর পরিচালনায়,
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জনাব জুবের আহমদ অপু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বুরহান উদ্দিন, সদস্য সালেহ আহমদ চৌধুরী, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মকলিছুর রহমান, জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান ও কাঠইর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক রাজ্জাক হোসেন সহ প্রমুখ।