মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৬:১৪ পূর্বাহ্ন
নয়ন বাবু নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহার লোড পয়েন্ট অফিসের সভাপতি মহরম হোসেন ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি নতুন বছরের বানী দিয়েছেন, আপনাদের জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও সুস্বাস্থ্য। শুভ ইংরেজি নববর্ষ।’
সাপাহার লোড পয়েন্ট অফিসের পক্ষ থেকে উপজেলাবাসীকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা “Happy New Year”.
মহরম হোসেন আরো বলেছেন, এলো আরেকটি বছর। ২০২১ সাল। পুরাতনকে পাল্টে জায়গা করে নিলো নতুন ক্যালেন্ডার। পুরনো বছরের সকল পাওয়া না পাওয়ার গ্লানি মুছে নতুন বছরকে স্বাগত জানাচ্ছি। অতীতের সকল ভুল শুধরে নতুন করে বাঁচার প্রত্যয় ব্যক্ত করার সবাই কে আহবান জানান মহরম হোসেন।