মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৪:৫০ পূর্বাহ্ন
গোলাম মোস্তফা, ফুলপুর প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর কান্দা প্রিমিয়ার লীগ (UPL) ৫ম টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন সাউথার্ন টাইগার্স বনাম নর্দান লায়ন’স।
প্রতি বছরের মতো এবারও এই টুর্নামেন্টের ফাইনাল খেলাকে উপলক্ষ করে এলাকায় সাজ সাজ রব পড়ে যায়।উত্তরকান্দার উদীয়মান তরুণদের সংগঠন লাল সবুজ ফ্রেন্ডস ক্লাবের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
বিশিষ্ট ক্রীড়ানুরাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান-রফিকুল ইসলাম মোতালেব দেওয়ানের পৃষ্টপোষকতায় টুর্নামেন্টটির আয়োজন করা হয়।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক চেয়ারম্যান বালিয়ার গণমানুষের নেতা ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য রফিকুল ইসলাম (মোতালেব দেওয়ান)।
ফাইনাল খেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।বীর মুক্তিযোদ্ধা কবি সাহিত্যিক ক্রীড়া সংগঠক এবং বিশিষ্ট ক্রীড়ানুরাগী জালাল উদ্দিন আহমেদ রাজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক সাংবাদিক বৃক্ষপ্রেমী ও সমাজসেবক আশরাফ উদ্দিন।বালিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান পরিষদের প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন তালুকদার।
বওলা ডিগ্রী কলেজের শিক্ষক-পীযুষ সেন ও শয়ন কুমার মিত্র,বালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাকিবুল ইসলাম তালুকদার রাকিব ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী আল আমিন খান বিপুল তরুণ সমাজ সেবক অমিত দেওয়ান ডিস ব্যবসায়ী-খান শরিফ ও আজাদ শেখ শরিফুল ইসলাম বেগ প্রমুখ।এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বর্ণাঢ্য উদ্বোধন শেষে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে সাউথার্ন টাইগার্স টিমকে ৭ উইকেটে হারিয়ে।নর্দান লায়ন’স টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিগণ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।