মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৪:৫৮ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি :
তারিখ-১০.০১.২১ ইং যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগ। এ উপলক্ষ্যে রোববার সকালে জেলা আওয়ামীলীগের আয়োজনে কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামন থেকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু’র নেতৃত্বে একটি বিশাল বণার্ঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় র্যালীতে জেলা আওয়ামীলীগ সহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও যুব মহিলা লীগের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা শেখ বাবুল, ওবায়দুর রহমান, পৌর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু, যুবলীগ নেতা রিপন আহমেদ, সাকিব হোসেন সেতু, মাহবুর রশিদ বাবু, স্বেচ্ছাসেবক লীগের মমিনুল ইসলাম মমিন, ছাত্রলীগ নেতা ওয়াহিদ বাপ্পি, তৌফিকুল ইসলাম টুটুল, ফাহিম আজাদ, আলামিন আহমেদ শুভ প্রমুখ। এছাড়াও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার দেশ উন্নয়নের সকল কাজে স্ব-স্ব স্থান থেকে সহযোগিতা করার জন্য আহবান জানান। এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, এক মিনিট নিরবতা পালন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনাসভা ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মো: জাফর আলী, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সাঈদ হাসান লোবান, আবুল কালাম আজাদ, নবনির্বাচিত পৌর মেয়র কাজিউল ইসলাম, রাশেদুজ্জামান বাবু, রুহুল আমিন দুলাল প্রমুখ।