মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৫:২৮ পূর্বাহ্ন
এমরান হোসেন,জামালপুর প্রতিনিধি।
বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম এডভোকেট মতিয়র রহমান তালুকদারে স্মৃতিচারনে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেছেন সরিষাবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবনির্বাচিত কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল।
আজ মঙ্গলবার সরিষাবাড়ী উপজেলার ৪নং আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে গিয়ে তিনি তাঁর এ শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সমবেত দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহাম্মেদ, ধর্ম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক ও আজমত আলী, মিজানুর রহমান,ছাত্র সংসদের জি এস রাজন, ছাত্রলীগ নেতা শরীফ আহাম্মেদ নিরব, জুয়েল রানা জিতু, নাইমুর রহমান দুর্জয় খান, নাছির উদ্দিন স্বপন, আবির পাঠান, সরোয়ার জাহান, অন্তর, সুমন সহ উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
উল্লেখ, আগামী ৩০শে জানুয়ারি সরিষাবাড়ী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।