শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৪:৩৫ পূর্বাহ্ন
রিপন বড়ুয়া, রামু- কক্সবাজার প্রতিনিধিঃ রামু ধেছুয়াপালং এলাকায় থেকে ১৯হাজার ৭শ ইয়াবাসহ মোঃ রফিক আলম (৩৮) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার বিকালে তাকে আটক করা হয়।
আটক রফিক আলম বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, ক্যাম্প নং- ১৭,এর মৃত আশু আলীর ছেলে বলে জানান।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী ১৫ জানুয়ারি দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, একটি চৌকশ আভিযানিক দল উক্ত ইয়াবাসহ তাকে আটক করে।
জানা যায় অন্য একজন আসামী র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটক মোঃ রফিক আলমকে রামু থানায় হস্তান্তর করে র্যাব। রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমিরুজ্জামান জানিয়েছেন- এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।