শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৩:৪০ পূর্বাহ্ন
এমরান হোসেন , জামালপুর।। মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে জামালপুরে অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
আজ দুপুরে জামালপুরের মেলান্দহের চরসগুনা গ্রামে কেন্দ্রীয় যুবলীগ নেতার উদ্যোগে ২হাজার পরিবারের মাঝে এ কম্বল বিতরন করা হয়।
ঘোষেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছামিউল আলমের সভাপতিত্বে কম্বল বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য ব্যারিষ্টার এসএম সাইফুল্লাহ রহমান, আর এম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি খালেদ হাসান মতিনসহ তার মেয়ে ফারিয়া মাহবুব পিয়াসা , ছাহারা মতিন চৌধুরী , আওয়মীলীগ নেতা রাজ্জাক হোসেন রাজ সহ আরো অনেকেই ছিলেন।
এসময় বক্তারা সারাদেশে চলমান শৈত্যপ্রবাহে অসহায় দুঃস্থ শীর্তাত ছিন্নমূল মানুষের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।