শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৩:৫৬ পূর্বাহ্ন
রিপন বড়ুয়া রামু- কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার জেলার রামুতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বাংলাদেশের সর্বপ্রথম অনুষ্ঠিত হয়েছে সাতদিন ব্যাপী বঙ্গবন্ধু উৎসব।
বঙ্গবন্ধু উৎসবের সমাপনী দিনে রামু উপজেলার ছাত্রলীগ নেতা জিৎময় বড়ুয়ার সংকলন ও সম্পাদনায় প্রকাশ করা হয়েছে বঙ্গবন্ধুর শত উক্তি।
এই বইয়ের মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর-বিষয়ক সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া। কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম-বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা। কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম।
রামু-কক্সবাজার সদর আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।
কক্সবাজার জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মুসরাত জাহান মুন্নী সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জিৎময় বড়ুয়া জানান, গত ১৮/১২/২০২০ ইং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হোম কোয়ারিন্টিনে থাকাকালীন সময়ে বিভিন্ন বই এবং প্রযুক্তির সাহায্যে এই শত উক্তি সংগ্রহ করেন।
এই বইয়ের মাধ্যমে বঙ্গবন্ধুর আর্দশ, দেশ প্রেম, আত্মত্যাগ এবং বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে যেসব কর্ম পরিকল্পনা ছিল তা নতুন প্রজন্ম জানতে পারবে।