শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৪:২৮ পূর্বাহ্ন
ষ্টাফ রিপোর্টারঃ ‘আমি ডিসি সাহেবের গাড়ীর ড্রাইভার আমি তোকে দেখে নিবো। আমার বিরুদ্ধে কেউ কোন অভিযোগ করলে আমি তাকেও দেখে নিবো’ একজন গণমাধ্যম কর্মীকে মোবাইল ফোনে এমন হুমকি দেয়ার পরও ওই ড্রাইভার বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে।
ভুক্তভোগী গণমাধ্যম কর্মী মোঃ নাজমুল ইসলাম নয়ন বেসরকারি টিভি চ্যানেল-এস এর দিনাজপুর জেলা প্রতিনিধি ও দৈনিক পত্রালাপের ডেপুটি ইউনিট চীফ।
তিনি এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানায় একটি জিডি করলেও কোন কাজ হয়নি। জিডি নং-৫২৬, তাং-০৯/০১/২০২১ইং। জিডিতে উল্লেখ করেন, ৬নং উপশহরস্থ (পুরাতন) এলাকায় আমার বাড়ীর পিছনে ওই ডিসি অফিসের ড্রাইভার সিরাজুল ইসলাম বাবুর দোকান। সে জন্য ওই ড্রাইবার প্রায় রাতে আমার বাড়ীর পিছনে এসে মাতলামী করা সহ অকথ্য ভাষায় উচ্চস্বরে চিল্লাচিল্লি করে। এ কারণে আমাদের পরিবারে ও প্রতিবেশী লোকজনের বিভিন্ন সমস্যা সৃষ্টি হওয়ায় আমি তাকে নিষেধ করলেও সে কর্ণপাত করে নাই। এ জন্য আমি উক্ত বিষয়ে থানায় মৌখিক ভাবে অবগত করি। এতে সিরাজুল ইসলাম বাবু আমার উপর ক্ষিপ্ত হয়ে গত ১ জানুয়ারি রাত ১০টায় আমার বাড়ীর পিছনে এসে আমাকে উদ্দেশ্যে করে অকথ্যভাষায় গালিগালাজ করাসহ বিভিন্ন রকম মিথ্যা মামলায় আমাকে জেল খাটানোর হুমকি প্রদান করে। এছাড়াও ওই ড্রাইভার তার মোবাইল নং-০১৭১২-৪২০৬৬৬ হতে আমার ব্যবহৃত মোবাইল নং-০১৭১৬৭৬৯৯৮২-তে গত ২ জানুয়ারি দু’বার ফোন করে আমাকে গালিগালাজ করাসহ দিনাজপুর জেলা প্রশাসকের হুমকী প্রদান করে। এ অবস্থায় উক্ত মাতাল ড্রাইভারের দ্বারা আমার জানমালের ক্ষতিসাধনের আশংকাবোধ করছি।
সাংবাদিক নাজমুল ইসলাম নয়ন বিষয়টিতে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলের সুবিচার ও ওই মাতালের হাত থেকে তাকে ও এলাকাবাসীকে মুক্তি দেয়ার জন্য আকুল আহবান জানান। তিনি বলেন, জেলা প্রশাসক একজন ডায়নামিক ও দূর দৃষ্টি সম্পন্ন মানুষ। তিনি এ বিষয়ে একটি প্রতিকার নিশ্চয়ই করবেন এ আমার বিশ্বাস।