শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৩:০৪ পূর্বাহ্ন
মো:আলমগীর হোসাইন, শ্রীবরদী-শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে ব্যাটারি চালিত অটোবাইকের চাকার নিচে পড়ে আশা মনি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার শ্রীবরদী-শেরপুর সড়কের লংগড়পাড়া এলাকায় সজুব সাথী স্কুলের সামনে এ ঘটনা ঘটে। নিহত আশা মনি আবুয়ারপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে। এ ঘটনায় অটোবাইক চালক রুবেল মিয়াকে আটক করেছে পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আশা মনি মায়ের সাথে লংগড়পাড়া এলাকায় খালার বাড়িতে বেড়াতে যায়। শনিবার দুপুরে রাস্তা পারাপারের সময় শেরপুরগামী একটি ব্যাটারি চালিত অটোবাইক আশা মনিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় আশা মনি। পরে আশাপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে ঘটনার পরই ওই অটোবাইক চালক খড়িয়াকাজীরচর এলাকার লাল মিয়ার ছেলে রুবেল মিয়াকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান বলেন, অটোবাইকের চালক আটক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।