শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৪:১৭ পূর্বাহ্ন
রাহিন মিয়া, দিরাই উপজেলা প্রতিনিধিঃ
গলিশাল ক্রিকেট ক্লাব কর্তৃক অায়োজিত গলিশাল ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ ইং এর শেষ অাসর। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন এলাকার অনেক ক্রিকেট ক্লাব এরই দ্বারা বাহিকতায় ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল নিশ্চিত করেছেন সিক্স সিস্টার্স (হাতিয়া) বনাম রাসেল ফাইটার্স (হাতিয়া)। গত ২১/০১/২১ ইং তারিখে সেমিফাইনালে যে দুটিদল অংশগ্রহণ করেন, গলিশাল ক্রিকেট ক্লাব বনাম রাসেল ফাইটার্স। দুটি দলের মাঝে গলিশাল কে পরাজয় করে রাসেল ফাইটার্স ফাইনাল নিশ্চিত করে এবং গত ২৩/০১/২১ ইং তারিখে সেমিফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করেন, সিক্স সিস্টার্স বনাম সি. পি. রয়েলস(দিরাই) সি.পি.রয়েলস কে পরাজয় করে সিক্স সিস্টার্স (হাতিয়া) ফাইনাল নিশ্চিত করে। তাই উক্ত টুর্নামেন্টে ফাইনালে যে দুটিদল অংশগ্রহণ করছে, সিক্স সিস্টার্স বনাম রাসেল ফাইটার্স। উক্ত ক্রিকেট টুর্নামেন্ট দেখতে গলিশাল মাঠে অনেক ক্রিকেটারদের সুভাগমন হয় এরই পাশাপাশি এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের সুভাগমন হয়ে থাকে। এবং যারা দেশ এবং দেশের বাহিরে রয়েছেন তারা সমাজিক যোগাযোগ ফেইসবুক পেইজে খেলাটি উপভোগ করে থাকেন। “মায়ার সিলেট” ফেইসবুক পেইজের মাধ্যমেই ক্রিকেট টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করা হয়। উক্ত টুর্নামেন্টে এর পুরস্কার হিসেবে থাকছে একটি ফ্রিজ এবং একটি এল.ই.ডি টিভি। এবং প্রত্যেক খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে ১০০ টাকার প্রাইজমানি একটি ক্রেস্ট দেওয়া হয়। তাই উক্ত ফাইনাল খেলাটি একটি জমজমাট ম্যাচ হবে বলে জানিয়েছেন উক্ত টুর্নামেন্টের কমিটিবৃন্দ।