শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ১০:১৬ পূর্বাহ্ন
গোলাম মোস্তফা ফুলপুর প্রতিনিধিঃ
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২৯ জানুয়ারী শুক্রবার ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের ঐতিহ্যবাহী বওলা ডিগ্রি কলেজ মাঠে টি-টেন ফরম্যাটের ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে রামসোনা একাদশ বনাম হাতীবান্ধা একাদশ মধ্যকার ক্রিকেট উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত টুর্নামেন্টের উদ্বোধনীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইউপি চেয়ারম্যান এডভোকেট হারুনুর রশিদ। আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী এস এম খলিলুর রহমান শরীফ জহুরে আজম তালুকদার লাবু,সোহাগ ফকির প্রমুখ। বওলা স্বেচ্ছাসেবক সমাজ সংগঠন ফাউন্ডেশনের উদ্যোগে রবিউল হক সরকার বাবুর পরিচালনায়,স্থানীয় ৮ টি টিম খেলবে এ টুর্নামেন্টে।
উক্ত খেলায় রামসোনা একাদশকে ৯ উইকেটে হারিয়ে হাতীবান্ধা একাদশ জয় লাভ করে।টুর্নামেন্টের প্রথম পুরস্কার ফ্রিজ দ্বিতীয় পুরস্কারের ট্রফি।