শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ১২:০৫ অপরাহ্ন
নাহিদ সরদার,বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি:বরিশালের বানারীপাড়ায় বৃহস্পতিবার ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর এরিয়া সদর দপ্তর বরিশাল, ৬ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে ৬২ ইস্ট বেংগল ও জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় বানারীপাড়া উপজেলার কর্মকর্তা, সাংবাদিক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠনের নেত্রীবৃন্দের অংশগ্রহণ করে। ম্যারাথনের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কমকর্তা রিপন কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন ৬২ ইস্ট বেংগলের ক্যাপ্টেন মো: আশফানুল হক, সহকারী কমিশনার (ভূমি) নিশাত শারমিন, সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম প্রমূখ।