শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ১২:০০ অপরাহ্ন
গোলাম মোস্তফা, ফুলপুর প্রতিনিধি: “বয়স যদি আঠারো হয়,ভোটার হতে দেরি নয়’” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ফুলপুরে পালিত হয়েছেজাতীয় ভোটার দিবস।দিনটিতে ১৮ বছর বয়সীদের ভোটার হয়ে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ এবং এর গুরুত্ব নিয়ে প্রচার-প্রচারণাসহ নানা কর্মসূচি পালিত হয়।
নতুন ভোটার অন্তর্ভুক্তি,জাতীয় পরিচয়পত্র সংশোধন, ভোটার স্থানান্তর,স্মার্টকার্ড বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।ফুলপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাচন অফিসে উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতের চন্দ্র সরকার-এই কার্যক্রমের উদ্বোধন করেন।পরে সেখানে জাতীয় ভোটার দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।এবং নতুন ভোটারদের মাঝে ভোটার আইডি কার্ড তুলে দেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনাব শীতেষ চন্দ্র সরকার।
প্রতিবছর ভারতে ২৫ জানুয়ারি,পাকিস্তানে ৭ ডিসেম্বর,শ্রীলংকা ১ জুন,ভুটান ১৫ সেপ্টেম্বর,নেপাল ১৯ ফেব্রুয়ারি ও আফগানিস্তানে ২৬ সেপ্টেম্বর ভোটার দিবস পালিত হয়।২০১৯ সালের ১ মার্চ দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় ভোটার দিবস পালন করে। এরপর ১ মার্চের পরিবর্তে ২ মার্চ জাতীয় ভোটার দিবস ঘোষণা করে সরকার।