শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ১২:১৫ অপরাহ্ন
মো:নাহিদুর রহমান নাহিদ, বানারীপাড়া প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়ায় গত ১৪ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক একে এম জাহিদ হোসেন সরদার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত করায় মহান সৃষ্টিকর্তার প্রতি শোকরিয়া আদায় করেন।
তিনি অত্র ওয়ার্ডের সকল ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে পানির বোতল মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেছেন সে সকল ভোটারদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
এছাড়া ভোটকেন্দ্রে আনার জন্য যেসব কর্মীরা তার বিজয় নিশ্চিত করার জন্য নিঃস্বার্থভাবে কাজ করায় তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন, এসময়ে তিনি বলেন টাকা পয়সার ঋন শোধ করা যায়, দু:সময়ে যারা পাশে থাকে তাদের ঋন কখনো শোধ করা যায় না। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট পুলিশ, আনসার, বিজিবি,ডিবি, র্যাব এবং প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানান।
নব- নির্বাচিত কাউন্সিলর একে এম জাহিদ হোসেন সরদার বলেন, নির্বাচনের আগে জনগনের কাছে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করাই আমার প্রধান লক্ষ্য।
এছাড়া তিনি উজিরপুর বানারীপাড়া ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো শাহে আলম তালুকদারের দিকনির্দেশনা মোতাবেক এবং পৌরসভার মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল এর পরামর্শ নিয়ে বানারীপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডটিকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, বাল্যবিবাহ মুক্ত করবো।
এ ব্যাপারে এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন তরুন এ কাউন্সিলর একে এম জাহিদ হোসেন সরদার।