শুক্রবার, ২৫ Jun ২০২১, ১০:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
United States Of America RR Health Insurance বানিয়াচংয়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন ৭০টি পরিবার।। ফুলপুরে ৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে, গৃহের দলিল ও ঘরের চাবি হস্তান্তর। প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর দৃতীয় ধাপে পেল টাঙ্গাইলের ১১৩০ টি পরিবার। বাগেরহাটে পাকাঘর পাচ্ছেন আরও ৬৪৫ ভূমিহীন পরিবার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। ধাইপুর ফুটবল টুর্নামেন্ট ফাইনালে বাউসীর জয়লাভ। কেসিসি মেয়র খালেকের রোগ মুক্তি কামলায় মোংলায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা বানিয়াচং উপজেলা কমিটি অনুমোদন।।এনায়েত সভাপতি,আলমগীর সাধারন সম্পাদক, দি‌লোয়ার সাংগঠ‌নিক।। করনায় মৃত্যু হয়েছে ইউপি চেয়ারম্যানের

ঘুর্নিঝড় ‘ইয়াস’ আতঙ্কিত মোংলার উপকুলবাসি ঃ উদ্ধার কাজে কোস্টগার্ডের প্রস্তুত ২০টি জাহাজ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি সিডর,

আইলা আর আম্ফান’র মতো প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে টিকে থাকা বন্দর সংলগ্ন উপকুলের মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন এলাকার জেলে ও বাসিন্দাদের মধ্যে নতুন আতঙ্ক এখন ঘূর্ণিঝড় ইয়াস। প্রবল এই ঘূর্ণিঝড়টি আঘাত হানলে উপকুলীয় এলাকার মানুষের ব্যাপক য়-তির আশংকা করা হচ্ছে। তবে কোষ্টগার্ড, বন্দর ও উপজেলা প্রশাসন থেকে বলা হচ্ছে, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় সকল ধরণের প্রস্তুতিই নেয়া হয়েছে এ অঞ্চলের মানুষের জন্য।

সকাল থেকে বন্দরে অবস্থানরত দেশী-বিদেশী বানিজ্যিক জাহাজ ও পশুর চ্যানেলে থাকা লাইটার ও কার্গো জাহাজসহ সকল নৌযান সমুহকে নিরাপদে সরিয়ে নিতে নির্দশনা দিয়েছে বন্দরের হারবার বিভাগ। কন্টোল খোলা হয়েছে বন্দরের দুইটি স্থানে। ঘুর্রিঝড় ইয়াস বন্দরের উপকুলীয় এলাকায় আঘাত হানলে তৎক্ষনিত ভাবে মানুষের জানমাল ও বন্দরের সকল স্থাপনা রক্ষায় ইতি মধ্যে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানায় বন্দরের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ মুসা। এছাড়া, নৌবাহিনী, কোষ্টগার্ড ও বন বিভাগ তাদের জলযানগুলো বন্দর জেটিসহ বিভিন্ন এলাকায় নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়েছে। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম হাবিব উল আলম জানান, সাগর ও পশুর চ্যানেল প্রচন্ড উত্তল। সাইকোন সম্পর্কে বিভিন্ন সচেতনতা মুলক প্রচারনার পাশা-পাশী উপকুলীয় এলাকার হতদরিদ্্র ও অসহায় মানুষদের নিরাপদ আশ্রায় পৌছানো ও জরুরী ত্রান সামগ্রীর ব্যাবস্থা নিশ্চিত করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। ঘুর্নিঝড় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য একটি মেডিকেল টিমসহ বন্যাদুর্গতদের জন্য খাবার সরবরাহের জন্য পৃথক পৃথক টিম গঠন করা হয়েছে। এছাড়াও ইয়াস পরবর্তী উদ্ধার অভিযান ও ত্রান বিতরনের জন্য একটি কার্গো জাহাজ ও ১০টি ট্রালার প্রস্তুত রেখে মোংরা কোস্টগার্ড পশ্চিম জোন।

 

মঙ্গলবার সকাল থেকে বন্দর জুড়ে দুর্যোগ পুর্ন আবহাওয়া বিরাজ করছে। তাই কোষ্টগার্ড সদস্যরা সকাল থেকেই সুন্দরবন সংলগ্ন সকল জেলেদের দ্রুত সরিয়ে নিরাপদে যাওয়া জন্য মাইকিং মাধ্যমে সতর্ক করেছে। কোষ্টগার্ড বলছে, নৌ-পথে মানুষদের নিরাপদে সড়িয়ে আসার জন্য তাদের ১২টি ষ্টেশনে বড় ৪টি জাহাজসহ ২০টি জলযান প্রস্তুত রেখেছে। ঘুর্নিঝড় মোকাবেলায় যে কোন পরিস্থিেিত তাদের সদস্যরা দুর্যোগ কবলীত মানুষদের খাদ্য সামগ্রীসহ মেডিকেল টিম নিয়ে প্রস্তুত রয়েছে। অপরদিকে, মোংলা উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার পক্ষ থেকে ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচি (সিপিপি)’র ১৩২০ জন সেচ্ছাসেবক তাদের সাংকেতিক যন্ত্রপাতীসহ সিগনাল, উদ্ধার, আশ্রয়, প্রাথমিক চিকিৎসা ও ত্রান বিতরনের জন্য তাদের কাছে তাকা সকল সরঞ্জামাদী নিয়ে প্রস্তুত রয়েছে। এতি মধ্যে মোংলা উপকুলীয় চরাঞ্চলের মানুষদের ঘুণিঝড় ইয়াস সংক্রান্ত তথ্য সার্বক্ষনিক তাদের কাছে পৌছে দিচ্ছে এ সেচ্ছাসেবকরা। #

 

জনস্বার্থে সংবাদটি শেয়ার করুন 🙏

© All rights reserved © 2017 Ajkertajakhobor.Com
Design & Developed BY Anik_Bhai